২ জুলাই মঞ্চস্থ হবে 'চন্দ্রাবতী'
২ জুলাই সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটনন্দনের নাটক 'চন্দ্রাবতী'। আসমা আক্তার লিজা নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন দলটির নিয়মিত নাট্যকর্মীরা।
১৪ জুলাই 'মহুয়া সুন্দরী'
১৪ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে থিয়েটার পুণ্যভূমির নাটক 'মহুয়া সুন্দরী'।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটকটির নির্দেশনায় রয়েছেন দল প্রধান জুলফিকার সোহাগ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।
বরিশালে শিশু নাট্যোৎসব
বরিশাল শিশু থিয়েটারের এক দশক পূর্তি উপলক্ষে তিন দিনের শিশু নাট্য উৎসব চলছে।
গতকাল থেকে শুরু হওয়া উৎসব চলবে রবিবার পর্যন্ত। উৎসব হবে বরিশাল অশ্বিনী কুমার হলে। বরিশাল শিশু থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল জানান, উৎসবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নাটক মঞ্চস্থ হবে।
উৎসবে আরও থাকছে শিশু নাট্যকর্মশালা, শিশু সমাবেশ, সংগীত, নৃত্য, আবৃত্তি অনুষ্ঠান। অটিস্টিক শিশু ও সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের নাটক মঞ্চায়নসহ নানা আয়োজন।
স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র
স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র আয়োজন করেছে প্রমিত উচ্চারণ ও আবৃত্তিবিষয়ক তিন মাসব্যাপী কর্মশালা। এতে বাক-প্রত্যঙ্গ পর্যালোচনা, বর্ণমালা উচ্চারণ কৌশল, স্বরচর্চা, প্রমিত উচ্চারণ-সূত্র, কণ্ঠস্বরের বৈশিষ্ট্য ও প্রয়োগ কৌশল, আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনশৈলী। কর্মশালার মুখ্য প্রশিক্ষক মাহিদুল ইসলাম। ক্লাস শুরু ৪ জুলাই। আবেদনপত্র সংগ্রহ ও জমা ২ জুলাই পর্যন্ত।