কয়েক দিন আগেই একটি ওয়েবসাইটে ফাঁস হয়েছিল, মল্লিকা শেরওয়াতের সঙ্গে হলিউডের অভিনেতা অ্যান্টেনিও ব্যান্ডেরাসের ঘনিষ্ঠ সম্পর্কই ফাটল ধরিয়েছে ব্যান্ডেরাসের দাম্পত্যে। হলিউড অভিনেত্রী মেলানি গ্রিফিথের সঙ্গে ব্যান্ডেরাসের ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এ ধরনের কথা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার মল্লিকা নিজেই ওয়েবসাইটের খবরটির লিঙ্ক টুইটারে পোস্ট করেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, 'লিভ মি অ্যালোন'।
মল্লিকা ও ব্যান্ডেরাসের সম্পর্ক প্রকাশ্যে আনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইভান বিটোনের। কান চলচ্চিত্র উত্সবে মল্লিকার স্টাইলিস্ট ছিলেন তিনি। কান উত্সব শেষ হওয়ার পর পরই অবশ্য ইভানকে চাকরি থেকে ছাড়িয়ে দেন মল্লিকা। ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধে ইভানের দাবি, মল্লিকা ও ব্যান্ডেরাসকে ব্যক্তিগত একাধিক পার্টিতে একাধিক বার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। তাঁদের নাচের ভিডিও রয়েছে। ব্যান্ডেরাসের সঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন মল্লিকা। পরে অবশ্য নাচের ভিডিয়োটি ছড়িয়েও পড়ে।
মল্লিকার এ ব্যাপারে বলেন, 'অ্যান্টেনিও ব্যান্ডেরাসের খুবই ভালো মনের মানুষ। ভালো ডান্সার এবং অবশ্যই আমার পরিচিত। তবে তাঁর সঙ্গে কোথাও ছুটি কাটাতে যাইনি আমি। তাঁর বিবাহ বিচ্ছেদের কথা শুনে খারাপ লাগছে।'
ইভানের প্রতি বিরক্ত মল্লিকির মন্তব্য, 'ইভান বিটোন মোটেই আমার ভালো বন্ধু নন। কান উত্সবের জন্য ওঁকে আমার স্টাইলিস্ট হিসেবে আনা হয়েছিল। তার পরই ওঁকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমি। তার পর থেকে ইভানের সঙ্গে আমার আর কোনও যোগাযোগও নেই। ইভান এখন এ ধরনের কথাবার্তা বলছে কেন জানি না। ও যা বলছে সবই ভিত্তিহীন।'
অন্য দিকে, ইভানের দাবি, তিনি মোটেই ভিডিও টি ফাঁস করেননি। তবে মল্লিকা সম্পর্কে তিনি যা কিছু বলেছেন, তাতে কোনও ভুল নেই।