নিজের জন্মদিনে বাবা হয়েছেন অভিনেতা অপূর্ব। ২৭ জুন দুপুরে অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ডা. মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে জন্ম নেওয়া অপূর্বর পুত্রের ওজন ছিল প্রায় ৮ পাউন্ড। সন্তান জন্মের আগেই অপূর্ব-অদিতি মিলে সন্তানের নাম রেখেছিলেন জাইয়ান ফারুক আয়াশ। ছেলের নামের অর্থ প্রসঙ্গে অপূর্ব বলেন, 'জাইয়ান নামের অর্থ হচ্ছে যার উপস্থিতিতে সব কিছু সুন্দর হয়ে যায়।' মা এবং ছেলে দুজনই সুস্থ আছেন। বাবা হওয়ার অনুভূতি জানাতে অপূর্ব বলেন, 'অনুভূতি প্রকাশ করতে পারব না। সম্ভব না। সন্তানের মুখ যখন প্রথম দেখলাম, অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কেমন যেন একটা স্বর্গীয় আবেগ আমাকে ঘিরে ধরেছিল। অপূর্ব সুন্দর সেই আবেগ।'