সাজিদ খানের 'হামশকলস' ছবিতে ট্রিপল রোলে দেখা গিয়েছিল সাইফ আলি খানকে। এবার নিজের ব্যানারের আগামী ছবি 'হ্যাপি এন্ডিং' ছবিতেও দেখা যাবে সাইফের তিনটি লুক। সাইফের চরিত্র একটাই তবে বয়স অনুযায়ী বদল হবে সাইফের লুক।
ছবির শ্যুটিং প্রায় শেষ, তবে মাত্র একটি গানের শ্যুটিং বাকি যা জুলাই মাসেই শেষ হয়ে যাবে। এরপরেই শুরু হবে পোস্ট প্রডাকশনের কাজ। সম্ভবত সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পাবে।
সাইফ ছাড়াও ছবিতে থাকবেন গোবিন্দা, কারিনা কাপুর, কল্কি কোচলেন, ইলিয়ানা ডিক্রুজ ও রণবীর শোরি।