দর্শকদের কাছে জনপ্রিয় হলিউড মুভি ‘গ্র্যাভিটি’ সমালোচকদের কাছেও প্রশংসিত হয়ে জিতে নিল বেশ কয়েকটি পুরস্কার । ৪০তম স্যাটার্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার জয়ের তালিকায় একদম সামনের দিকে নিজের নাম রেখে দিল ‘গ্র্যাভিটি’। আলফান্সো কুয়ারনের পরিচালিত সায়েন্স ফিকশনটি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি থেকে বেশ অনেকগুলো পুরস্কার নিজের ঝুলিতে ভরেছে। আলফান্সো নিজে শ্রেষ্ঠ পরিচালক, সান্দ্রা বুলক শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন মুভির পুরস্কার জিতে নিয়েছে।
‘গ্র্যাভিটি’ সিনেমাটির পরেই ‘হার’ সিনেমাটির শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য স্পাইক জোন্স এবং শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী হিসেবে স্কারলেট জনসন পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘আয়রন ম্যান’ সিনেমাটিও শ্রেষ্ঠ অভিনেতা রবার্ট ডাউনি ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা বেন কিংশলের ঝুলিতে এনে দিয়েছে দুটি পুরস্কার।
২০১৪ সালে যে কয়েকটি মুভি এখনো পর্যন্ত হয়েছে এর মধ্যে দর্শক ও সমালোচক দুজনের কাছেই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য হয়েছে এই তিনটি। অন্যদিকে আগের বছরের জনপ্রিয় সিনেমা ‘কনজুরিং’ শ্রেষ্ঠ ভৌতিক মুভির পুরস্কার পেয়েছে এই অনুষ্ঠানটিতে। ৪০তম স্যাটার্ন অ্যাওয়ার্ড ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক অঞ্চলের ‘কাস্টাওয়ে স্ট্রেটলাইট বলরুম’ হলে আয়োজিত হয়েছিল।