সরকারি অনুদানপ্রাপ্ত 'হরিজন' চলচ্চিত্রটি ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত হরিজন সম্প্র্রদায়ের জীবন-যাত্রা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
বাংলাদেশে বসবাসকারী হরিজনদের জীবনে লুকিয়ে থাকা কষ্ট আর আশা-নিরাশার গল্পে সাজানো এক বেদনাময় উপাখ্যান 'হরিজন'। এতে বস্তুনিষ্ঠভাবে তুলে আনা হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের হরিজন সম্প্রদায়ের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের এক অনবদ্য কাহিনী। হরিজন চলচ্চিত্রের নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন,' চলচ্চিত্র যেহেতু মানুষকে প্রভাবিত করে তাই মানবিক মূল্যবোধ সম্পন্ন চলচ্চিত্র অনেক বেশি নির্মাণ করা উচিত। চলচ্চিত্র শুধু বিনোদন মাধ্যম নয়, চলচ্চিত্র জীবনকে গতিশীল করে। চলচ্চিত্রে অভিনয় করেন-রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ, মাহমুদ সাজ্জাদ ও শিশুশিল্পী সৃষ্টি মির্জা।