মহেশ ভাটের আগামী ছবি 'হামারি অধুরি কাহানী' নিয়ে বিদ্যার উত্তেজনা তুঙ্গে। বিদ্যা জানিয়েছে, 'ববি জাসুসের পর সেপ্টেম্বরে আমি ‘হামারি অধুরি কাহানী’ ছবির শ্যুটিং শুরু করব। আমি ভীষণ খুশি এই ছবির মাধ্যমে মহেশ ভাটের সঙ্গে কাজ করতে পারব। আমরা খুব তাড়াতাড়িই এই ছবিক কাজ শুরু করব।'
মহেশ ভাট ও ফক্স স্টার স্টুডিও একসঙ্গে ছবিটির প্রযোজনা করছেন এবং ছবিটি পরিচালনা করবেন মোহিত সুরি। ছবিতে বিদ্যার সঙ্গে ইমরান হাসমি ও রাজকুমার রাও ও থাকবেন।