অবশেষে চূড়ান্ত হল ‘বুনোহাঁস’ চলচ্চিত্রটির মুক্তির দিনক্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি। মুঠোফোনে বাংলাদশ প্রতিদিনকে একথা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে বর্তমানে তিনি ব্রাজিল অবস্থান করছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ‘বুনোহাঁস’র কিছু অংশের চিত্রায়ন হয় বাংলাদেশের মানিকগঞ্জ ও পুরান ঢাকার কিছু লোকেশনে। সেই সময় চলচ্চিত্রের নায়ক দেব ও অন্যান্য কলাকুশলীসহ গোটা ইউনিট নিয়ে সপ্তাহ খানেক ঢাকায় অবস্থান করেন অনিরুদ্ধ রায় চৌধুরী। মূলত তখন থেকেই এ চলচ্চিত্র নিয়ে এপার বাংলার দর্শকদের আগ্রহ অনেকটাই বেড়ে যায়।
চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে অনিরুদ্ধ আরও বলেন, প্রথমে ভেবেছিলাম ১লা বৈশাখে বড় পর্দায় উঠাবো এটি। কিন্তু ভারতের লোকসভা নির্বাচনের কারনে এই আগ্রহে কিছুটা ভাটা পড়ে। ফলে ফিনিশিং দিতেও কিছু দেরি হয়ে যায়। এবার আর দেরি নয়। ১৫ আগস্টে মুক্তি পাবে ছবিটি। এছাড়া শীঘ্রই ‘বুনোহাঁস’র মিউজিক প্রকাশ করব।