অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা একসঙ্গে জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি হিট মুভি করেছেন। সম্প্রতি এই জুটির মুভি ‘হলিডে’ ১০০ কোটির ক্লাবেও নাম লিখিয়েছে। এই জুটি সকলেরই বেশ পছন্দ তবে কেউ এক জন এতে বেশ অসন্তুষ্ট। তিনি আর কেউ নন, অক্ষয়ের স্ত্রী ট্যুইঙ্কেল খান্না।
শোনা যাচ্ছে, তিনি নাকি স্বামী অক্ষয়কে রীতিমতো হুমকি দিয়েছেন যাতে অক্ষয় সোনাক্ষীর সঙ্গে খুব বেশি মুভি কাজ না করেন। ব্যাক টু ব্যাক ছয়টি মুভিতে অক্ষয়-সোনাক্ষী একসঙ্গে কাজ করেছেন। তাই তাদের মধ্যে বন্ধুত্বটাও বেশ গভীর। আর এখানেই ট্যুইঙ্কেলের যত আপত্তি। তার কড়া নির্দেশ, অক্ষয় যাতে সোনাক্ষীর সঙ্গে বেশি মেলামেশা না হন। শোনা গেছে, ট্যুইঙ্কেলের সঙ্গে সোনাক্ষীর এ নিয়ে কথা কাটাকাটিও হয়েছে। বেচারা অক্ষয় আর কি করবেন, আপাতত সোনাক্ষীর সঙ্গে কাজ বন্ধ রেখেই সংসার সামলাচ্ছেন তিনি।
তবে ট্যুইঙ্কেল যে এই প্রথমবার অক্ষয়কে এমন হুমকি দিয়েছেন তা কিন্তু নয়।এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘অ্যাতরাজ’ মুভি করার সময়েও অক্ষয়কে সাবধান করেছিলেন তিনি। একজন নায়কের স্ত্রী নিজের স্বামীকে নিয়ে একটি পজেসিভ হবেন সেটা নতুন কিছু নয়, তবে অক্ষয়ও কম যান না। তাই ট্যুইঙ্কেল বাধ্য হয়েই প্রকাশ্যে হুমকি দিচ্ছেন অক্ষয়কে।