ঈদের আনন্দের সঙ্গে প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের ইত্যাদি। তাই দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন ঈদের 'ইত্যাদি'র জন্য। আর সেইজন্য প্রতি ঈদেই থাকে 'ইত্যাদি'র বর্ণাঢ্য আয়োজন। এবারের ঈদেও রয়েছে তেমনি নানান আয়োজনে সমৃদ্ধ 'ইত্যাদি'। 'ইত্যাদি'তে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে থাকে আমাদের সমসাময়িক প্রসঙ্গ এবং সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র কটাক্ষপাত। এসব বিষয় কখনো কথায়, কখনো নাটিকায়, কখনও সুর ও ছন্দে ফুটিয়ে তোলা হয়। এবারও তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে। আর তা হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী আলোচনা অনুষ্ঠান। এই পর্বটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন। আর এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা মীর সাবি্বর, অপূর্ব, মিলন ও কণ্ঠশিল্পী আগুন। শুধু তাই নয় এই পর্বটিতে শিল্পীরা নিজেরাই কণ্ঠ দিয়েছেন। নানান তালে ও সুরে এ ধরনের ব্যতিক্রমী গানে কণ্ঠ দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও সংগীত শিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই চমৎকার গেয়েছেন। ফাগুন অডিও ভিশন জানায়, অভিনয়ের পাশাপাশি এই ব্যতিক্রমী গানও দর্শকদের আনন্দ দেবে। এই প্রসঙ্গে শিল্পীরা বলেন,' প্রতি ঈদে দর্শকরা অধিক অগ্রহে থাকে 'ইত্যাদি'র জন্য। ইত্যাদি মানেই কিছু নতুনত্ব কিছু ভালোলাগা। তারই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে আমরা যারা অভিনয় করি তারা এবার গান পরিবেশন করব।' ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। 'ইত্যাদি' বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।