ঈদে 'দুঃস্বপ্ন' নামের একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী হোমায়রা হিমু। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন কৌতুকাভিনেতা শাহীন খান। পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। হিমু বলেন, 'সত্যি বলতে কী ধারাবাহিক নাটক এবং ডেইলি সোপ'র কাজ করেই আমি ক্লান্ত। তা ছাড়া শিডিউলও ফাঁকা নেই। তাই এবারের ঈদে খুব বেশি নাটকে কাজ করা হয়ে উঠেনি। তা ছাড়া বিগত প্রায় এক আট/দশদিন পারিবারিক কাজে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে। তাই কাউকেই শিডিউল দিতে পারিনি। তবে শাহীন খানের নাটকের গল্প খুবই চমৎকার। দর্শক দেখে মজা পাবেন আশা করি।' পরিচালক শাহীন খান জানান আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে এ নাটকটি ছাড়া এটিএন বাংলায় প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান 'কমেডি আওয়ার'র ঈদ বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন হোমায়রা হিমু। হিমু বলেন,
'এবারের অনুষ্ঠানটিতেও দর্শকদের জন্য থাকছে নানান চমক। অনেক কষ্ট করে দর্শকের কথা মাথায় রেখে ঈদ বিশেষ 'কমেডি আওয়ার ' নির্মিত হয়েছে। এতে উপস্থাপনা করতেও আমার ভীষণ ভালোলেগেছে।'
এদিকে আসছে ঈদেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে হিমু প্রযোজিত প্রথম টেলিফিল্ম 'ভালোবাসি অথবা বাসিভালো'। এটি পরিচালনা করেছেন অর্ণব খান। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ধারাবাহিক নাটক 'ডিবি'তে একজন ডিবি'র ভূমিকায় অভিনয় করেন হিমু যা এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে।