মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ আর তৌসিফ মাহবুবের বয়সের ব্যবধান অনেক। দুই প্রজন্মের এ দুই অভিনয়শিল্পী এবার অভিনয় করলেন প্রেমিক-প্রেমিকার চরিত্রে। টেলিছবিটির নাম 'কলিংবেল'। গল্পে দেখা যাবে, মৌ একটি ভাড়া বাড়িতে উঠেছেন। একা একা ছবি এঁকে সময় কাটে তার। একদিন প্রতিবেশী তৌসিফের পরিচয় হয় তার সঙ্গে। ছেলেটি গান-বাজনা করে। বয়সের ব্যবধান থাকলেও ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। 'কলিংবেল' লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। তৌসিফ মাহবুব বলেন, 'শৈশব থেকে পর্দায় মৌ আপুর কাজ দেখে বেড়ে উঠেছি। এবার তার সঙ্গে কাজ করলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দৃশ্যধারণের সময় আমি জ্বরে ভুগছিলাম। তার সহযোগিতা না থাকলে কাজটি সুষ্ঠুভাবে শেষ করা হতো না।' 'কলিংবেল' রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হবে।