প্রেমে পড়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তবে বাস্তব জীবনে নয় নাটকে। এবার তিনি প্রেমে পড়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের। বাসার দেয়াল জুড়ে রেখেছেন এই চিত্রনায়কের পোস্টার। এমনকি 'অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ' পরিচিত এই ডায়লগটি অনর্গল সবাইকে শুনিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে সেটা বাস্তবে না। এসএ টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক 'কাম টু দ্য পয়েন্ট'-এ আগামী পর্ব থেকে এমনরূপেই দেখা যাবে তাকে। এ বিষয়ে নওশাবা বলেন, 'এ নাটকে আমার চরিত্রের নাম ইলা। এখানে দর্শকরা আমাকে এতদিন বুদ্ধিমতী ও সুন্দরী একটি মেয়ের চরিত্রে দেখতে পেয়েছেন। যার কাজ শুধু ছেলে নাচানো, কারও প্রেমে পড়ে না সে। এবার কাহিনীচক্রে দেখা যাবে ইলা মেয়েটি অনন্ত জলিলের প্রেমে পড়েছেন। তবে তাকে ছোট করার জন্য কোনো কাজ আমি করিনি। তার ডায়লগ, হাঁটা চলা সবকিছু আমি অভিনয়ের জন্য করেছি।' নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মানিক মানবিক। নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৮টায় প্রচার হয়।