বরুণ ধাওয়ান-আলিয়া ভাট জুটির নতুন ছবি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' মুক্তি পাচ্ছে ১১ জুলাই। সমপ্রতি এ ছবির প্রচারণার কাজে যাওয়ার সময় আহমেদাবাদে সড়ক দুর্ঘটনার শিকার হন বরুণ-আলিয়া। অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার জে পি পারমারের গাড়িটি বরুণ-আলিয়াকে বহনকারী গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। অবশ্য এ দুর্ঘটনায় তাদের বড় ধরনের কোনো চোট লাগেনি। অক্ষত ও সুস্থ আছেন তারা।
এ প্রসঙ্গে বরুণ-আলিয়ার কাছের একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবির প্রচারণায় অংশ নিতে আহমেদাবাদ গিয়েছেন বরুণ-আলিয়া। বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছিলেন তারা। বিলাসবহুল সেডান গাড়ির পেছনের আসনে বসেছিলেন বরুণ ও আলিয়া। বেলা ১১টার দিকে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি। 'দুর্ঘটনার পরপরই ভক্তরা বরুণ ও আলিয়াকে ঘিরে ধরার চেষ্টা করেন। তখন দ্রুত আরেকটি গাড়িতে চেপে দুর্ঘটনাস্থল ত্যাগ করেন বরুণ ও আলিয়া।