সারা বছর খেলা না দেখলেও বিশ্বকাপ এলে ফুটবল খেলা দেখার চেষ্টা করি। আমি বরাবরই ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের নান্দনিক ফুটবল আমাকে সব সময় মুগ্ধ করে। ব্রাজিল বনাম চিলির ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপে এ যাবৎ সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলা। অবশেষে ব্রাজিলের জয় হয়েছে। খেলাটি টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছে। কারণ, চিলি অনেক বেশি ভালো খেলেছে। ব্রাজিলের জন্য খুব টেনশনে ছিলাম। আমার মনে হয়, এবার একটু বেশি বাজে রেফারিং হচ্ছে। তা না হলে ব্রাজিলের পক্ষে দেওয়া হালকের গোলটি হ্যান্ডবলের নাম করে রেফারি বাতিল করতেন না। পরবর্তীতে রিপ্লেতেও দেখা গেছে এটি হ্যান্ডবল ছিল না। সব মিলিয়ে আশাবাদী ব্রাজিলকে নিয়ে।