তারকা দম্পতি বিয়ন্সে নোলেস এবং জেয় জির দাম্পত্য জীবনে জটিলতার কথা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। কনসার্ট ট্যুরগুলোতেও আলাদাভাবেই থাকছেন তারা। জানা গেছে তাদের এই কনসার্ট সিরিজে একসঙ্গে মঞ্চে পারফর্ম করলেও তারা আলাদা ভ্রমণ করছেন, থাকছেনও আলাদা হোটেল রুমে। তারা হয়তো একইসঙ্গে গান গাইছে, কিন্তু আলাদা জীবনযাপন করছেন। এরকম বাজে সময় তাদের জন্য কখনো আসেনি। এমনকি তাদের ভ্রমণসঙ্গীরাও এখন আর আগের মতো এক নেই।" তারা এই কনসার্টটি করছেন কেননা এটা বাতিল করার কোনো সুযোগ ছিল না। তাই সবাইকে বিনোদন দেওয়ার জন্য জনসম্মুখে তারা একসঙ্গেই আছেন।