বলিউডের 'সিরিয়াল কিসার' ইমরান হাশমির অন্য ধরনের মুভি মিস্টার এক্স-এ তাকে কেমন দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু ইমরান হাশমির 'মিস্টার এঙ্' সিনেমার লুক দেখে তাজ্জব বনে গেছে সবাই। এর আগে ইমরান হাশমিকে কোনো দিন এরকম ভয়ঙ্কর লুকে দেখা যায়নি। টুইটারে নিজের অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করার মুহূর্তের মধ্যে রি টুইটের জেরে ব্যস্ত হয়ে যান নায়ক ইমরান হাশমি। 'মিস্টার এক্স' কল্পবিজ্ঞানকেন্দ্রিক একটি ছবি এবং ফক্স স্টার স্টুডিও- বিশেষ ফিল্মস যৌথ উদ্যোগে এটি প্রযোজনা করছে। বিক্রম ভাট পরিচালিত সিনেমাটি আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে পারে বলে শোনা গেছে।