জাস্টিন বিবার মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলেছেন সম্প্রতি। ১৭ বছর বয়সী এ পপতারকা এবার মালালার সঙ্গে দেখা করতে চান। ২০১২ সালে নারীদের শিক্ষা নিয়ে কাজ করতে গেলে মালালা তালেবানদের দ্বারা আক্রান্ত হন। তখনই নাকি পত্রিকায় ঘটনাটি বিবারের নজর কাড়ে। বুধবার নিজেদের ভিডিও কলের একটি স্ক্রিনশট শেয়ার করেন বিবার। তিনি ইনস্ট্রাগ্রামে ছবিটি পোস্ট করেন। সেখানে ভক্তদের জানান, তিনি মালালার সংগঠনকে সাহায্য করার পথ খুঁজছেন। খবর কন্ট্রাক মিউজিক। সেখানে জানান, মালালার সঙ্গে দেখা করার ও কথা বলার তর সইছে না তার। তিনি মালালার সংগঠনটিকে কীভাবে সাহায্য করা যায় সে বিষয়ে কথা বলতে চান।