নয়শ’ ডলারের বিনিময়ে গায়িকা মাইলি সাইরাসকে চুমু খেয়েছেন তার এক ভক্ত। শুধু চুমুই নয়, প্রিয় গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও সুযোগ মিলেছে তার। এক আগস্ট নিউ ইয়র্কে সাইরাসের ‘ব্যাঙ্গারজ ট্যুর’-এর অংশ হিসেবে একটি বিশেষ প্যাকেজের আয়োজন করা হয়েছিল। এতেই ঘটে ওই ঘটনা।
গসিপ ওয়েবসাইট পেরেজ হিলটন জানায়, সেদিন নিউ ইয়র্কে কনসার্ট শুরু করার আগে আরো কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করেন সাইরাস। কিন্তু ডেভিড নামে ওই ভক্ত তাকে একটি বিশেষ অনুরোধ করে বসেন।
প্রিয় গায়িকাকে একবার চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ডেভিড। জানান, এটাই হবে তার জীবনে কোনো নারীকে প্রথম এবং শেষ চুম্বন। উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ভক্তের এই অনুরোধ রাখেন সাইরাস। এখানেই শেষ নয়, ডেভিডের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে ছবিও তোলেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর থেকে মার্কিন গণমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। তবে অনেকেই বলছেন, সাইরাসের জন্য এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড আসরে অশালীনভাবে নেচে আলোচনায় এসেছিলেন তিনি।