অবশেষে চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত হতে যাচ্ছে রুমি-অনন্যার দাম্পত্য কলহ। ঘর ভাঙার প্রস্তাব রাখলেন রুমি। চাইলেন ডিভোর্স। আর শর্ত দিলেন অনন্যা। আজ রবিবার আদালতে হাজির হয়েছেন তারা দুজনেই। রুমির বিরুদ্ধে গত অক্টোবরে দায়ের করা মামলার শুনানি আজ।
জানা গেছে, গত বৃহস্পতিবার শুভাকাঙ্ক্ষীসহ রুমি ও অনন্যার মধ্যে একটি মধ্যস্থতা বৈঠক হয়। সেখানে রুমির পক্ষ থেকে জানানো হয়, অনন্যাকে ডিভোর্স এবং দাবিকৃত সকল শর্ত মানতে প্রস্তুত তিনি। আজ আদালতে এ ধরনের প্রস্তাব রাখবেন বলে রুমির পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে তারা দুজনেই উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ অক্টোবর রুমির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন প্রথম স্ত্রী অনন্যা। অভিযোগ ছিল নির্যাতন ও যৌতুকের জন্য মানসিক চাপ প্রয়োগ। সে সময় একটি আপোসনামার ভিত্তিতে জামিন দেওয়া হয় রুমিকে। এতে লেখা ছিল: আরিয়ানের ভরণপোষণের জন্য রুমিকে ২০ লাখ টাকা দিতে হবে, যা ব্যাংকে ডিপোজিট রাখা হবে। এসব শর্তাবলি লেখার সময় সিডি চয়েজের এমদাদ, প্রিন্স, কাজী শুভ, ইলিয়াস, খেয়া, আরমান উপস্থিত ছিলেন। এ ছাড়া রুমির ব্যান্ড দলের মামুন ও লিটনও ছিলেন। এরাও এ শর্ত সম্পর্কে অবগত রয়েছেন।