নার্গিস ফাকরি এবার র্যাম্পে হাঁটতে গিয়ে গাউন ফাটিয়ে সংবাদের শিরোনাম হলেন। হলভর্তি দর্শক আর ক্যামেরার সামনে হঠাৎ গাউন ফেটে গেলে তিনি বেসামাল হয়ে পড়েন এবং কোনোরকমে কাপড় সামলে মুচকি হেসে দৌড়ে গ্রিন রুমে চলে যান।
শনিবার রাতে ইন্ডিয়া ফ্যাশন উইকে কালো রঙের গাউন পরে আজবা ব্রান্ডের হয়ে আধুনিক ব্রাইডাল গাউন ও গয়নার প্রদর্শন করছিলেন ফাকরি।
এ বিষয়ে নার্গিস বলেন, 'র্যাম্পে হাঁটার সময় কেউ ভুল করে আমার গাউনে পা রেখে দেয়। আর এতেই আমার ভীষণ জোরে হাসি পায় যা থামতেই চাইছিল না। আমার এত হাসি তখনই পায়, যখন আমি নার্ভাস হয়ে যাই।'
তবে সমালোচকরা বলছেন, সংবাদের শিরোনাম হওয়ার জন্যই পরিকল্পিতভাবে নার্গিস এটা করেছেন। কারণ অনেকদিন হলো তাকে নিয়ে কোনো আলোচনা নেই।