দু' সপ্তাহ পিছিয়ে গেল মুক্তির তারিখ। পরিনীতি চোপড়া এবং আদিত্য রায় কাপুর অভিনীত 'দাওয়াত-এ ইশক' সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর। কিন্তু তা পিছিয়ে গিয়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর।
যশরাজ প্রোডাকশন হাউসের এই ছবিটি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ছবিটির প্রচারের জন্য আরও কিছু পরিকল্পনা তৈরি করা প্রয়োজন।
এখন বলিউডের ছবিতে প্রচারকার্যটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অনেকসময় খুব ভাল ছবি প্রচারের অভাবে দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয় না। আবার অনেকসময় খুবই সাধারণ ছবি ভাল প্রচারের জন্য ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তাই ‘দাওয়াত-এ ইশক’ সিনেমার সঠিকভাবে প্রচার যাতে হয় সেই জন্য ছবির মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন খোদ পরিচালক হাবিব ফৈজল।