বিয়ের পর প্রথম ঈদ। কেমন কাটল?
অনেক ভালো কেটেছে। আমি মনে করি সুখী সংসারের আসল মন্ত্র হচ্ছে মায়া। যা আমাদের পরিবারের সবার মধ্যেই আছে। আর এখন যুক্ত হয়েছে আমার বর [তন্ময় সরকার]। খুব অল্প সময়ে সে আমাদের সংসারের পরিপূরক হয়ে গেছে। ও আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করে। এমনকি আমার শিল্পীসত্তাকেও ভীষণ শ্রদ্ধা করে। আমিও চাই সে তার শিক্ষকতা পেশায় যেন সর্বোচ্চ সফলতা লাভ করতে পারে। এককথায় বলতে গেলে আমরা পরস্পরকে নিয়ে গর্ব করতে চাই। তবে সেটা মায়ার বাঁধনে জড়িয়ে।
গেল ঈদে অভিনয়ে আপনাকে কম দেখা গেল কেন?
বিয়ে পর-পর ঈদটা হওয়ায় এবার একটু কাজ কম করেছি। এ ছাড়া আমি মনে করি, অভিনয়ের এই পর্যায় এসে এখন আর সব ধরনের নাটকে কাজ করতে ইচ্ছা করে না। আমি এখন চাচ্ছি, যে কাজগুলো আমাকে আত্দতৃপ্তি দেবে সেই কাজগুলো করব। শুধু শুধু অভিনয়ের জন্য অভিনয় করে কোনো লাভ নেই। কম তো হলো না। এবার একটু চোখ-কান খোলা রেখে অভিনয় করি। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। আত্দতৃপ্তিও পেতে চাই।
নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করছেন নাকি?
হ্যাঁ। এই মাসের ২০ তারিখ থেকে একটি নতুন চলচ্চিত্রে কাজ শুরু করার কথা আছে। তারিকুল ইসলামের পরিচালনায় চলচ্চিত্রটির নাম 'মানিক চাঁদ বাংলাদেশি'। এখানে আমি একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছি। সে কিনা ঢাকা থেকে পালিয়ে চলে আসে। অনেক ভালো একটি গল্পের ওপর ভিত্তি করে গল্পটি সাজানো হয়েছে। এ ছাড়া অনুদানের আরও দুটি চলচ্চিত্রে কাজ করার কথা আছে। সব মিলিয়ে চলচ্চিত্রে একটু অাঁটসাঁট বেঁধে নামতে চাই। কারণ বড় পর্দা একজন অভিনয়শিল্পীর স্বপ্নের জায়গা। আমি সেই স্বপ্নের পথে হাঁটতে চাই, ভাসতে চাই, ডুবতে চাই।
ছোট পর্দায় ব্যস্ততা নিয়ে কিছু বলুন।
এরই মধ্যে বিভিন্ন টেলিভিশনে আমার বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে 'প্রজ্ঞা পারমিতা', 'নীড় খোঁজে গাঙচিল', 'শোধ', 'সোনালি মেঘের ভেলা', 'ওয়ারিশ', 'তিন ভুবন' ইত্যাদি। এ ছাড়া চলতি মাসেই 'মন পুতুলের বায়োস্কোপ' ও 'বিনি সুতার মালা' শিরোনামের দুটি একক নাটকের কাজ শেষ করলাম। সব মিলিয়ে প্রতিটি নাটকেই অভিনয় করে আনন্দ পেয়েছি। কারণ প্রতিটি নাটকের গল্পই গতানুগতিকের বাইরের।
কোরবানি ঈদের কাজ শুরু করেছেন?
এরই মধ্যে বেশ কিছু স্ক্রিপ্ট আমার হতে এসেছে। ভালো কিছু কাজ কোরবানি ঈদে দিতে পারব বলে আমি আশা করছি। বাকিটা পর্দায় দেখা যাবে। এ ছাড়া এই বছর ভালো কিছু চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে।
এবারের ঈদের নাটকগুলো দেখেছেন?
চেষ্টা করেছি ভালো কিছু নাটক দেখার। বেশ কিছু নাটক ভালো লেগেছে। আর কিছু নাটক দেখে আমি হতাশ। আমি মনে করি, আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাব। শোবিজ প্রতিবেদক