একেই বলে সৌভাগ্য। আইটেম গার্ল থেকে নায়িকা হয়ে চলচ্চিত্রে অভিনয় করেছেন বিপাশা কবির। এসএ হক অলিক পরিচালিত 'এক পৃথিবী প্রেম' চলচ্চিত্রের একটি গানে মুজরা নৃত্যে বিপাশা কবিরকে পারফর্ম করতে দেখা যাবে হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরীকে। বিশেষ এই গানটির দৃশ্যায়ন সম্প্রতি শেষ হয়েছে। গানের কথা হচ্ছে 'পিঁপড়া পিছে লেগেছে'। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন মিমি। বিশিষ্ট নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকনের নির্দেশনায় বিপাশার সঙ্গে মুজরা নৃত্যে অংশগ্রহণ করেছেন চার সিনিয়র অভিনয়শিল্পী।