জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম রোববার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানসা গেছে, প্রথমে মতিঝিলের ইডেন মসজিদ ও এরপর গোপীবাগের ব্রাদার্স ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে চাষী নজরুল ইসলামের মরদেহ রাখা হবে ল্যাবএইডের হিমাগরে।
এছাড়া সোমবার সকাল ১০টায় এফডিসিতে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বায়তুল মোকাররম ও কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ জোহর জানাজার পর মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।