স্টেজ শো থেকে বেশ দূরেই আছে সংগীতশিল্পী এস আই টুটুল। কিন্তু এক সময়ে তুমুল পারফরম করতেন তিনি স্টেজে। দীর্ঘদিন পর টুটুল আর স্টেজ মাতাতে আসছেন। এবার তিনি বগুড়া ক্যান্টনমেন্ট মাতাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর বগুড়া এরিয়া ও ১১ পদাতিক ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ২২ জানুয়ারি সন্ধ্যায় ক্যান্টনমেন্ট বগুড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কয়েক হাজার সেনা সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠেয় এ সাংস্কৃতিক আয়োজনটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। মনোমুঙ্কর এ আয়োজনে সুরের মূর্ছনা, নৃত্যের তাল ও ছন্দের পাশাপাশি থাকবে নানাবিধ আয়োজন। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করবেন নকুল কুমার বিশ্বাস, নির্ঝরসহ অন্যান্য শিল্পীরা।