প্রখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সঙ্গে এবার হাত মিলিয়েছেন এ আর রহমান।
মাজিদির পরবর্তী ছবি 'মুহাম্মদ'র সংগীত পরিচালনা করবেন রহমান। তিনি কাজ করবেন ফিলিস্তিনের তিন ভাইয়ের গানের দল লা ট্রায়ো জুব্রানের সঙ্গে। ফেসবুকে কথাটি জানান অস্কারজয়ী এই ৪৮ বছর বয়সী সুরস্রষ্টা। এখন তিনি ওই ব্যান্ডের সদস্যদের সঙ্গে প্যারিসে।
লা ট্রায়ো জারবার্নের তিন সদস্য উইসাম জারবার্ন, সমীর জারবার্ন ও আদনান জারবার্ন।
মাজিদ মাজিদির সঙ্গে কাজ করার বিষটি নিয়ে উচ্ছ্বসিত এ আর রহমান।