ঢাকার ছবিতে অভিনয় করবেন কলকাতার নায়িকা শুভশ্রী। ছবির শিরোনাম 'সোলজার'। এটি পরিচালনা করবেন অনন্য মামুন। নির্মাতা জানান, এ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে শুভশ্রী চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে অভিনয় করবেন নতুন মুখ কার্লো সালে। ছবির গল্পে দেখা যাবে, একজন সোলজার দেশের খনিজ সম্পদ রক্ষার জন্য জীবন বাজি রাখেন। এ কারণে আন্তর্জাতিক একটি মাফিয়া চক্রের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। ছবির পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা মামুন নিজেই। রাশা নিবেদিত ও ড্রিমবক্স প্রযোজিত 'সোলজার' ছবির শুটিং শুরু হবে মার্চে। নায়িকা শুভশ্রী এর আগে গত বছর ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিত 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে অভিনয় করেছিলেন। 'সোলজার' ছবির অন্য শিল্পীরা হলেন-বাপ্পারাজ, মিশা সওদাগর, ডন, শিবা সানুসহ অনেকে।