জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ আসর নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে খসড়া তালিকার খবর পাওয়া গেছে। চলচ্চিত্রাঙ্গনেও ভেসে বেড়াচ্ছে পুরস্কারের খবর। মোট ২৮ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে এবার। এর মধ্যে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ার।
খসড়া তালিকার খবর ছড়িয়ে পরায় পুরস্কারপ্রাপ্তদের তালিকা জানতে পেরে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। চলচ্চিত্রকারদের মতে বাণিজ্যিকধারার ছবিকে বরাবরের মতো এবারও অবহেলিত রাখা হয়েছে। তাদের কথায় যে ছবি দর্শক দেখে সেটিকে পুরস্কার দেওয়া উচিত। কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে যেসব ছবি প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ভিত্তিতে মুক্তি পায় না, নামমাত্র হাতেগোনা কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সেগুলোকেই বেছে বেছে পুরস্কার দেওয়া হয়। 'মৃত্তিকা মায়া' ছবিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে- এ নিয়েই সমালোচনা করছেন সবাই। এ ছাড়া দেবদাস ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার মৌসুমীকে দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ এই ছবির অভিনেত্রী চরিত্রটি হচ্ছে পার্বতী। যেটি রূপায়ণ করেছেন অপু বিশ্বাস। পুরস্কারের তালিকায় রয়েছে- 'দেবদাস' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী। গাজী রাকায়েত পরিচালিত 'মৃত্তিকা মায়া' শ্রেষ্ঠ ছবি। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত, [মৃত্তিকা মায়া], শ্রেষ্ঠ অভিনেতা তিতাস, [মৃত্তিকা মায়া], শ্রেষ্ঠ শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা, পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ [মৃত্তিকা মায়া], পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রেহানা জলি [মৃত্তিকা মায়া], শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল [আমি নিঃস্ব হয়ে যাবো], শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস [আমি নিঃস্ব হয়ে যাবো] এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক এ কে আজাদ [মৃত্তিকা মায়া]। এ ছাড়া বেশ কয়েকটি শাখায় যৌথভাবে পুরস্কার দেওয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই তথ্য বিবরণীর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বর্তমান সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননার প্রচলন করে। ২০০৯ সালে প্রথম আজীবন সম্মাননা পান বিশিষ্ট অভিনেত্রী সুলতানা জামান, ২০১০ সালে বাংলার নবাব খ্যাত আনোয়ার হোসেন, ২০১১ সালে নায়করাজ রাজ্জাক এবং ২০১২ সালে শক্তিমান অভিনেতা খলিলউল্লাহ খান। ২০১৩ সালের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী।
এদিকে পুরস্কারের খসড়া তালিকা ছড়িয়ে যাওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই তথ্য বেরিয়ে যাওয়ায় কমিটিকে দোষারোপ করছেন অনেকে।