সিনিয়র ও জনপ্রিয় তিন অভিনয় শিল্পী সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা আবার বড় পর্দায় আসছেন। তাদের দুটি নতুন ছবিতে দেখা যাবে। এগুলো হলো- এস এ হক অলিকের 'আরো ভালোবাসবো তোমায়' এবং জাফর ফিরোজের 'ঘুড়ি'। প্রথমটিতে অভিনয় করবেন সোহেল রানা ও চম্পা। এই ছবিতে নিজের চরিত্রে অর্থাৎ জনপ্রিয় নায়ক সোহেল রানার চরিত্রেই অভিনয় করবেন এই অভিনেতা। অন্যদিকে চম্পা অভিনয় করবেন এই ছবির নায়িকা পরীমনির ফুফুর চরিত্রে। এই দুই অভিনয় শিল্পীর 'মোস্ট ওয়েলকাম টু' মুক্তি পায় গত বছর। আর দ্বিতীয় ছবিতে ইলিয়াস কাঞ্চন ও চম্পা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এ জুটির সর্বশেষ ছবি 'জটিল প্রেম' মুক্তি পায় গত বছর। এতেও স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তারা। চলচ্চিত্রে সিনিয়র শিল্পীদের কদর এখনো একবিন্দুও কমেনি। নির্মাতা ও দর্শকের কাছে চাহিদার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তারা। কারণ সিনিয়র শিল্পীরা ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়কে ধ্যান-জ্ঞান হিসেবে গ্রহণ করেছিলেন। যা এখনকার শিল্পীদের মধ্যে নেই বললেই চলে।