আবার আসছে সানি লিওন ধামাকা। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন ছবি 'এক পাহেলি লীলা'র ট্রেইলার। আর এটি দেখেই বোঝা যাচ্ছে, মুক্তির পর ছবিটি নিয়ে কতটা ঝড় বইবে। অন্যভাবে বলা যায়, প্রচণ্ড উত্তাপ ছড়াবেন সানি। এ ছবিতে সানিকে পাওয়া যাবে তিন রূপে। গ্রাম্য যুবতী, রাজকন্যা ও পপ-তারকা- একসঙ্গে তিনটি রূপ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বলে জানিয়েছেন নির্মাতা ববি খান। গল্পে ১০০ বছর পর পর তাকে পাওয়া যাবে। অর্থাৎ তিন চরিত্র মিলিয়ে ৩০০ বছরের গল্প। ৩০০ বছরের গল্প আড়াই ঘণ্টায় পর্দায় উঠে আসবে। ছবিটি মুক্তি পাবে আগামী এপ্রিলে।
'এক পাহেলি লীলা' নিয়ে কিন্তু বসে নেই সানি। তিনি ঝাঁপিয়ে পড়েছেন নতুন ছবি 'ওয়ান নাইট স্ট্যান্ড' নিয়ে। ছবির টিম সপ্তাহখানেক আগেই শুটিং করতে থাইল্যান্ড উড়াল দিয়েছে। অপেক্ষা ছিল শুধু নায়িকা সানির। ২৩ ফেব্রুয়ারি সানির সেখানে পৌঁছার কথা থাকলেও সব কাজ গুটিয়ে আগেই চলে গেছেন তিনি। এখানেই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে। অনেক দিন পর থাইল্যান্ড গিয়ে শুটিংয়ের পাশাপাশি ঘুরেও বেড়াচ্ছেন সানি। তবে ভিন এই দেশে গিয়েও বিতর্ক পিছু ছাড়েনি এ তারকার। এরই মধ্যে থাইল্যান্ডের বিচে ছবির শুটিং করতে গিয়ে নগ্ন হয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।