এস এ হক অলিকের নতুন ছবি 'আরো ভালোবাসবো তোমায়'র একটি গানে কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ ও পড়শী। শুক্রবার হাবিবের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানটির কথা হচ্ছে 'মনের দুয়ার খুলে দিলাম হৃদয় ঘরে আসো, শীতল পাটি বিছিয়ে দিলাম চুপটি করে বসো।' গানটি লিখেছেন নির্মাতা অলিক নিজেই। সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। আর গানটি নিয়ে আশাবাদী সবাই। এই ছবির অভিনয় শিল্পীরা হলেন সোহেল রানা, চম্পা, শাকিব খান, পরীমনিসহ অনেকে। শাকিব খানের অভিনয় জীবনকে ঘিরে ছবির গল্প তৈরি হয়েছে। ১০ ফেব্রুয়ারি এফডিসিতে এই ছবির মহরত অনুষ্ঠিত হবে। নির্মাতা জানান, পারিবারিক ও রোমান্টিক গল্পে অনেকটা সত্যি ঘটনা নির্ভর এ ছবিটি নির্মাণ করবেন তিনি। তার আগের ছবি 'হৃদয়ের কথা', 'আকাশছোঁয়া ভালোবাসা'র চেয়ে ভিন্ন আমেজে এই ছবির গল্প সাজিয়েছেন তিনি।