ভারতের চলচ্চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে প্রশংসিত পুরুষের সম্মান অর্জন করেছেন দাবাংখ্যাত তারকা সালমান খান। প্রশংসিত নারী অভিনেত্রীর মধ্যে শীর্ষে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ইন্টারনেটভিত্তিক ব্রিটিশ বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগভ’এর জরিপে এ তথ্য উঠে এসেছে। ইউগভের এই জরিপে মোট ২৩টি দেশের ২৫ হাজার ব্যক্তি অংশ নেয়। জরিপে অংশগ্রহণকারী ভারতীয়দের চোখে চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ শীর্ষে আছেন।
চলচ্চিত্র তারকাদের মধ্যে শীর্ষে থাকলেও ভারতের জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় সালমানের অবস্থান ৪ নম্বরে। তালিকার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরের ২টি স্থান শচীন টেন্ডুলকার এবং বিল গেটসের।
ভারতের চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে প্রশংসিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে ভারতীয়দের চোখে সেরা প্রশংসিত নারীর তালিকায় ক্যাটরিনার স্থান পাঁচে। ভারতীয়দের চোখে সবচেয়ে প্রশংসিত নারী মালালা ইউসূফজাই। এর পরে আছেন কিরণ বেদি এবং অ্যাঞ্জেলিনা জোলি।
এদিকে কারিনা কাপুর বলিউড অভিনেত্রীদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও সামগ্রিকভাবে আছেন তালিকার ৯ নম্বরে।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ