প্রযুক্তিগত কারণে বলিউডের কিং খান শাহরুখের আপকামিং ছবি ‘ফ্যান’র মুক্তির তারিখ। যশরাজ ফিল্মের ব্যানারের আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল মনীশ শর্মা পরিচালিত এ ছবিটি। কিন্তু প্রযোজক আদিত্য ভিএফএক্স প্রযুক্তিতে সিনেমাটি আনতে চান বক্স অফিসে। আর সেই করণেই আটকে গেল দর্শকদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ফ্যান’।
তবে ‘ফ্যান’র মুক্তির দিন মুক্তি পেতে চলেছে পরিচালক করণ জহরের ছবি ‘ব্রাদার্স’। জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়া ১৪ আগস্ট “ব্রাদার্স’-এর মুক্তির জন্য করণ জহরকে প্রস্তাব দেন। আর প্রস্তাবে সারা দিয়ে টুইট করেছেন পরিচালক করণ। টুইটে করণ জানিয়েছেন, “ফ্যানের মুক্তি পিছিয়ে যাওয়াতে, আদিত্য ১৪ আগস্ট ব্রাদার্স এর মুক্তির প্রস্তাব দেয়। আমি খুব খুশি। আমি এই দিনটি মনে রাখব’।
‘ফ্যান’ ছবিতে বলিউডের কিং-কে দেখা যাবে দ্বৈত চরিত্রে অভিনয় করতে। কমনম্যান থেকে সুপারস্টার হওয়ার লড়াইয়ের গল্প ‘ফ্যান’।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব