মৌসুমীর নায়ক হয়ে বড় পর্দায় আসছেন নিলয়। দুজনের অভিনীত 'ভালোবাসবোইতো' ছবিটি মুক্তি পাবে শীঘ্রই। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় এটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির নির্দেশনা দিচ্ছিলেন প্রখ্যাত নির্মাতা বেলাল আহমেদ। তার আকস্মিক মৃত্যুতে প্রযোজনা সংস্থা ছবিটির নির্দেশনার দায়িত্ব দেন ছবির নায়িকা মৌসুমীকে। সফলভাবেই এর কাজ শেষ করছেন তিনি। একটি অসম প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে।
নিলয় প্রথম অভিনয় করেন 'বেইলী রোড' ছবিতে। এতে তার নায়িকা ছিলেন অাঁচল। এর পর মুক্তি পায় তার 'রুপগাওয়াল' ছবিটি। এতে তার নায়িকা ছিলেন সিমলা। এটিও অসম প্রেমের গল্প নিয়ে তৈরি হয়। সর্বশেষ গত বছর মুক্তি পায় নিলয়ের 'অল্প অল্প প্রেমের গল্প'। এ ছবিতে তার বিপরীতে ছিলেন শখ। ছবি তিনটি প্রশংসিত হলেও বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ হয়। চলচ্চিত্রকাররা বলছেন 'ভালোবাসবোইতো' ছবিটি হচ্ছে নিলয়ের জন্য গোল্ডেন চান্স।