দুজনের নামই শুরু 'আ' দিয়ে। অভিনয়েও হয়েছেন জুটি। তাই বলা যায় তাদের পর্দা-রসায়ন ভালোই জমবে। বলা হচ্ছিল আরশাদ আদনান এবং আইরিনের কথা। তারা জুটি হয়ে অভিনয় করছেন মেধাবী নির্মাতা আলভী আহমেদের প্রথম চলচ্চিত্র 'ইউটার্ন'-এ। ছবিতে আরও অভিনয় করেছেন শিপন, সোনিয়া, মৌটুসী বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
চলচ্চিত্রে তিনটি ছবির অভিজ্ঞতা রয়েছে আইরিনের। কিন্তু আদনান এবারই প্রথম বড় পর্দায়। তাই তার বুকে দুরু দুরু কাঁপন। আদনান বলেন, 'হুট করেই অভিনয়ে রাজি হয়েছি। নির্মাতা বললেন, আমিও চরিত্রটি নিয়ে ভাবলাম। তারপর অনেকটা ঝোঁকের মাথায়ই হ্যাঁ বলে দিলাম। কিন্তু শুটিংয়ে গিয়ে বুঝেছি, চলচ্চিত্র মানেই লংকাকাণ্ড। তবে শেষ পর্যন্ত মন দিয়েই অভিনয় করেছি।' আইরিন বলেন, 'আদনান ভাই প্রথম অভিনয় করলেও বেশ চমৎকার করেছেন। তার মতো হ্যান্ডসাম হিরোর সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে'।
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় সম্প্রতি 'ইউটার্ন'র শুটিং শেষ হয়েছে। এটি চলতি বছরই মুক্তি দেওয়া হবে।