চলচ্চিত্রে বর্তমান নায়িকাদের মধ্যে অন্যতম ববি। নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। প্রযোজনায়ও আসছেন। বাড়ছে ব্যস্ততার পরিধি। সব মিলিয়ে আজ তার ইন্টারভিউ নিয়েছেন - শামছুল হক রাসেল
কেমন আছেন, বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
এই তো বেশ ভালো আছি। বর্তমানে অনেক কাজ নিয়েই ব্যস্ত। বেশি ব্যস্ত রয়েছি নিজের প্রোডাকশন থেকে তৈরি হওয়া 'রক্ষা' ছবিটি নিয়ে। এতদিনে বুঝতে পেরেছি হোম প্রোডাকশনের কত জ্বালা। ছবির টপ টু বটম- খুঁটিনাটি সব কাজই করতে হচ্ছে আমাকে। আরও ব্যস্ত রয়েছি অ্যাকশন জেসমিন, ওয়ানওয়ে এবং ওপার বাংলার একটি ছবি নিয়ে। বিক্রম চোপড়ার একটি ছবিতে কাজ করব। সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল ও আসিম আজিম।
অনন্ত-শাকিব থেকে সায়মনের সঙ্গেও জুটি বেঁধেছেন, স্বাচ্ছন্দ্য কার সঙ্গে?
দেখুন, প্রায়ই এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। আর উত্তর কিন্তু আমার ক্ষেত্রে সেই একটাই। স্বাচ্ছন্দ্য কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না। ছবির গল্প ও দৃশ্যপট ভালো হলে যে কারও সঙ্গে কাজ করেই আনন্দ পাওয়া যায়। এটাও ঠিক যে, কিছু কিছু ব্যক্তির সঙ্গে জুটি বেঁধে কাজ করার আনন্দ রয়েছে। তার মানে এই নয় যে, বাকিদের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। ওই যে বললাম, গল্প ও দৃশ্যপট ভালো হলে যে কোনো মঞ্চেই স্বাচ্ছন্দ্য বোধ করা যায়।
নায়িকাদের ইঁদুরদৌড়ে কতটা এগুতে পারবেন বলে মনে হয়?
সত্যি কথা বলতে কি আমি সংখ্যায় নয়, গুণে বিশ্বাসী। জানি অনেকেই এ কথা শুনে নাক সিটকাবেন। তবে আমার ক্ষেত্রে আমি এ মন্ত্রে বিশ্বাসী। সব সময় চেষ্টা করেছি আগের ছবি থেকে বর্তমান ছবিতে যেন ভালো অভিনয় করতে পারি। ঠিক তেমনি বর্তমান থেকে আরও ভালো অভিনয় যেন ভবিষ্যতে করতে পারি, এটাই বড় প্রত্যাশা। ছবির অফার আমিও অনেক পেয়ে থাকি কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় সংখ্যা বাড়াতে পারি না। আমি টি-টুয়েন্টি নয়, টেস্ট খেলতে এসেছি। অর্থাৎ দুই-তিন বছরের জন্য নয়, কমপক্ষে ১০ বছর রুপালি পর্দায় বিচরণ করতে চাই। অনেকেই আছেন যত দ্রুত আলোচনায় আসেন ঠিক তত দ্রুতই পর্দার আড়ালে চলে যান। আমি আড়ালে যেতে চাই না, আশার কিরণ হয়ে থাকতে চাই ফিল্মপাড়ায়।
এ পর্যন্ত নিজের সেরা কাজ কোনটি?
সব কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে কম-বেশি হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে বলতে গেলে ঠিক হবে না। একজন অভিনেতা-অভিনেত্রীর কাছে সব কাজই অন্যতম সেরা কাজ। বাকিটা না হয় দর্শকরা বিচার করবেন।
এ দেশে নায়িকাপ্রধান ছবি কম নির্মাণ হয়, এ নিয়ে আপনার মন্তব্য কী?
ছবির কাহিনী ও রসায়ন ভালো হলে সব ছবিই দর্শকপ্রিয়তা পায়। নায়ক বা নায়িকাপ্রধান সেটা কোনো বড় কথা নয়। তবে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ছবি নায়িকানির্ভর হয়েছে। এর মধ্যে অগ্নি উল্লেখযোগ্য। এ ছাড়া আমার অ্যাকশন জেসমিন ছবিটিও নায়িকানির্ভর। আসলে নায়ক বা নায়িকা নয়, সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ছবি পর্দায় উঠাতে পারলে সেটাই দর্শকপ্রিয়তা পায়।