বিশ্বকাপের বিরাট কোহলির চার-ছক্কার ঝড় হয়তো দেখতে পাবেন না প্রিয়দর্শিনী আনুশকা শর্মা। কারণ অন্তত বিশ্বকাপের মাঝামাঝি সময় পর্যন্ত তো নিশ্চিত করেই বলা যায় যে, আনুশকা সেখানে থাকতে পারছেন না। ছবির প্রচারণার কাজে এক মাস সময় দেবেন বলে কথা দেওয়ার কঠিন এক ফাঁদে আটকে গেছেন আনুশকা। আর এ কারণেই প্রাণ চাইলেও অস্ট্রেলিয়ার মাঠে-গ্যালারিতে বিরাটের মুখের হাসি হয়ে ফুটতে পারছেন না আনুশকা। আর এই নিয়ে ভীষণ মন খারাপ তার। ভারতের খেলা থাকলে ভিআইপি স্ট্যান্ড আলো করে আসেন আনুশকা। বিশেষ করে যখন বিরাট নামেন মাঠে। সে সময়টায় স্ট্যান্ডে আনুশকা নেই! এটা ভাবাও যেত না। আর হতোও তাই। উচ্ছল আনুশকা বিরাটের খেলা দেখছেন, বল বিরাটের ব্যাটে লেগে ছক্কা হয়ে বাতাসে ভাসার সঙ্গে সঙ্গেই আনুশকা বাতাসে উড়িয়ে দিচ্ছেন চুম্বন। এসব হয়ে উঠেছিল নিত্যকার এক স্বাভাবিক বিষয়। এদিকে আনুশকার খুব কাছের একটি সূত্র জানিয়েছে, ইদানীং যদিও অনেকেই বলছেন, বিরাটের মন্দ খেলার জন্য দায়ী আনুশকা কিন্তু অধিকাংশ মানুষই বিরাটের জন্য আনুশকাকে বলছেন 'লেডি লাক'।