সংগীতপ্রিয় দর্শকদের জন্য উদ্বোধন করা হলো সংগীতনির্ভর ২৪ ঘণ্টার অনলাইন টিভি 'আরটিভি মিউজিক টেলিভিশন। আরটিভি মিউজিক টেলিভিশন বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখা যাবে। এ জন্য যেতে হবে www.rtvmusic.tv উদ্বোধন অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক বলেন, 'সংগীতপ্রেমীদের জন্য আমাদের ভাবনা ছিল। তাই তাদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সংগীতকেও সহযোগিতা করা হবে।'