অশ্লীল চলচ্চিত্র প্রদর্শন বন্ধ হচ্ছে না। মফস্বল শহরে অহরহ এ ধরনের চলচ্চিত্র প্রদর্শন চলছে। খোদ রাজধানীতেও কাটপিস জুড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগে রবিবার গাজীপুরের দুটি সিনেমা হল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গাজীপুরের নন্দিতা ও ঝুমুর সিনেমা হল দুটিতে প্রদর্শন হচ্ছিল বিতর্কিত শিল্পীদের নিয়ে নব্বই দশকের শেষভাগে নির্মিত ছবি 'ল্যাংরা মাসুদ'। ছবিটি অশ্লীল এবং এতে কাটপিস জুড়ে প্রদর্শন করা হচ্ছে এ খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা সিনেমা হলগুলোতে অভিযান চালান এবং হাতেনাতে প্রমাণ পেয়ে হল দুটিকে সিলগালা করে বন্ধ করে দেন। বাংলাদেশ প্রতিদিনকে ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, দীর্ঘদিন ধরে অশ্লীল ছবি প্রদর্শনের অভিযোগ রয়েছে এসব সিনেমা হলের বিরুদ্ধে। বহুবার তাদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া সত্ত্বেও তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করেনি। অবশেষে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার অভিযান চালিয়ে সিনেমা হল দুটি বন্ধ করে দিয়েছি।