অনিল কাপুরের মেয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবার মুম্বাইয়ের ককিলাবেন আম্বানি হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছেন বলে মিডডে তাদের এক প্রতিবেদনে জানায়।
কারজাতের এনডি স্টুডিওতে ‘প্রেম রতন ধন পায়ো’ নামে একটি মুভির শুটিং করার সময় সোনমের শ্বাসযন্ত্র ভাইরাস সংক্রমিত হয়। চিকিৎসার লক্ষ্যে ৩ দিন আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিজের অসুস্থতা নিয়ে অনিল তনয়া গতকাল সন্ধ্যায় একটি টুইটও করেছেন। টুইটে তিনি লিখেন, ‘অসুস্থতাকে আমি ঘৃণা করি।’
সোনমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি ওই দিন মুভিটির শুটিংয়ের সময় বমি বমি ভাব এবং অস্বস্তি বোধ করছিলেন। তাকে সেদিনই মুম্বাইয়ে নিয়ে আসা হয় এবং ওই হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ