বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ভাতিজি নায়নাকে বিয়ে করেছে আরেক অভিনেতা কুনাল কাপুর। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সেইসলসের এক সমুদ্রসৈকতে ছোটো পরিসরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। খবর দ্য হিন্দুর
বিয়েতে শুভকামনা করায় টুইটারে এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কুনাল। সেই সঙ্গে বিয়ের ভেন্যুর একটি ছবিও দিয়েছেন এই অভিনেতা।
গত বছরের ফেব্রুয়ারিতে কুনাল ও নায়নার বাগদান হয়েছিল।
উল্লেখ্য, পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার নিনা অমিতাভের ছোটো ভাই অজিতাভ বচ্চনের মেয়ে।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ