বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনা র্যাবকে পুনঃতদন্ত করে ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতে নিয়োজিত পুলিশের নন জিআরও মোহাম্মাদ সেলিম রেজা সাংবাদিকদের জানান, এর আগে বিচার বিভাগীয় তদন্তে সালমান শাহ আত্দহত্যা করেছিলেন- প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে গত ৮ ডিসেম্বর সালমান শাহর মা নীলুফার চৌধুরী ওরফে নীলা নারাজি আবেদন দাখিল করেন আদালতে। শুনানি শেষে এ বিষয়ে র্যাবকে তদন্ত করে ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যুর ঘটনা প্রায় ২০ বছর পর আবার আলোচনায় এসেছে। এর আগে জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় এ নায়কের।