ভাগ্যিস পর্দায় মুখ দেখানো নয়, অভিনয়ের প্রতিই ছিল তীব্র নেশা! সে কারণেই বলিউডের কুখ্যাত কাস্টিং কাউচের ফাঁদে পা দিতে হয়নি। একান্ত সাক্ষাৎকারে এভাবেই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি এক পত্রিকার সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে কখনো কাস্টিং কাউচের হাতে নিপীড়িত হতে হয়নি। এর পেছনে একটাই কারণ, আমি কাজ পাওয়ার জন্য কখনো ব্যাকুল ছিলাম না। অভিনয় আমার নেশা ছিল বরাবর। একই সঙ্গে বিদ্যা বলেন, ক্যারিয়ারের এতগুলো বছরে কেউ আমাকে কখনো এমন কিছু করতে বলেননি, যা আমাকে আঘাত করেছে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আমি কখনো কাউকে এমন কিছু করার সুযোগও দিইনি। কাস্টিং কাউচের সুযোগ-সন্ধানী নজর থেকে বাঁচতে উঠতি অভিনেতাদের প্রতি বিদ্যার পরামর্শ, সবটাই তোমার ওপর নির্ভর করছে। যদি কখনো দুর্ভাগ্যবশত এমন কিছু তোমার জীবনে ঘটে, তাহলেও নিজের সমালোচনা করবে না। সবশেষে বিদ্যা জানান, মনে রেখো, কোনো চরিত্র, কোনো ছবি কখনো পৃথিবীর অন্তিম দিন হয়ে উঠতে পারে না। শুরু যদি হতে পারে, শেষ কখনো নয়।
বলিউডে বিদ্যাকে সবাই সুপরামর্শক মনে করেন। তাই বিদ্যার এই পরামর্শ অনেকেই মেনে চলবেন বলে প্রত্যাশা।