আরও ড্যাশিং এবং পারসোনালিটি লুক নিয়ে আসছেন জনপ্রিয় চলচ্চিত্রকার অনন্ত জলিল। এবার তিনি নির্মাণ করবেন দুটি চলচ্চিত্র- 'দ্য স্পাই' এবং 'সৈনিক'। গোয়েন্দাভিত্তিক কাহিনী নিয়ে 'দ্য স্পাই' এবং সেনাবাহিনীর বাংলাদেশ ও ইউএন মিশনের সাফল্য নিয়ে 'সৈনিক' ছবিটি নির্মাণ হবে। ছবি দুটির প্রি প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। প্রথমে নির্মাণ হবে 'দ্য স্পাই'। দুটোই পরিচালনা করবেন অনন্ত। 'দ্য স্পাই' ছবিতে একজন দেশপ্রেমিক গোয়েন্দা কর্মকর্তা আর 'সৈনিক' ছবিতে সৎ সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে অনন্তকে। ছবিটি নির্মাণের জন্য বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে অনন্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। যা এ দেশে প্রথম। দেশীয় চলচ্চিত্র জগতে অনন্তর ছবি মানেই আন্তর্জাতিক মানের উন্নত নির্মাণ। অনন্ত বলেন, আবারও দর্শককে পূর্ণ বিনোদন ও বার্তা দিতে আমার এবারের প্রয়াস। আশা করি, আগের মতো সবাইকে আনন্দ দিতে পারব। অনন্তর মনসুন ফিল্মসের ব্যানারে নির্মাণ হবে ছবি দুটি এবং এসব ছবিতে নায়িকা থাকছেন বর্ষা।