বরাবরের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবসের জন্য অনুষ্ঠান নির্মাণ করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। 'পাঁচফোড়ন' শিরোনামের অনুষ্ঠানটি বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে ভালোবাসা দিবসে সদ্য বিবাহিত এক সুখী দম্পতির মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস ও তারিন। অভিনয়ের মাধ্যমে এই তারকা জুটি মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে তিনটি। একটি গেয়েছেন এই প্রজন্মের সংগীতশিল্পী কণা। গানটির সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাবি্বকীন। ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে গানটি ধারণ করা হয়। আর একটি গান গেয়েছেন সংগীতশিল্পী শামস্। গানটি লিখেছেন কাওনাইন সৌরভ, শামস্রে সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটিতে মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইভানা। সঞ্চালনার পাশাপাশি তারিনকে দিয়ে চিত্রায়ণ করা হয়েছে একটি ভালোবাসার গান। এ ছাড়াও রয়েছে ভালোবাসার ওপর একটি চমৎকার মিউজিক্যাল পুঁথি। এতে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত শিল্পী। এ ছাড়াও ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে প্রায় ডজনখানেক মজাদার নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিয়াউল হাসান কিসলু, পরেশ আচার্য, জিল্লুুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে।