ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাজ্যের ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা এবং ডিজাইনার আনু মাহতানির বিয়ের অনুষ্ঠানে গান গাইতে প্রথমবারের মতো ভারতে এসেছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। গতকাল বৃহস্পতিবারই তিনি ভারতে আসেন।
ভরতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা এবং ডিজাইনার আনু মাহতানির বিয়ের অনুষ্ঠান হচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরে। এ অনুষ্ঠনে গান পরিবেশন করতে বৃহস্পতিবারই তিনি ভারতে এসেছেন অনুষ্ঠানে বলিউডের রণবীর সিং,অর্জুন কাপুর,সোফি চেীধুরী, প্রীতি জিনতা, মাহিপ কাপুর, সঞ্জয় কাপুর, শিল্পা শেঠীর মতো নামিদামী তারকারাও উপস্থিত ছিলেন।
লোপেজ বিয়ের অনুষ্ঠানে লেকের পাশে তার একটি সেলফি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এ অনুষ্ঠানে আরও এক আমেরিকান শিল্পী নিকোল শারজিঙ্গারও পারফর্ম করেছেন বলে জানিয়েছে ভারতীয় ওই সংবাদমাধ্যমটি।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব