বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেলগুলোতে রয়েছে বিশেষ অনুষ্ঠান। বরাবরের মতো এবারও নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত ১ যুগেরও বেশি সময় ধরে এটিএন বাংলা কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে।
এ ছাড়া বাংলাভিশনে আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'প্রতীক্ষা' হৃদিতা ইসলামের গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
'তারকাঁটা' ছবিতে আছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এনটিভিতে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 'বৃষ্টি ভেজা ভালোবাসা' নাটকে তিশা ও আফরান নিশো। এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে এটি। লিখেছেন সাগর জাহান, পরিচালনায় রতন রিপন। দেশ টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে 'ভালোবাসার সুরে' অনুষ্ঠানে সরাসরি গান গেয়ে শোনাবেন তারা। উপস্থাপনায় সিঁথি সাহা। 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী' ছবিতে শাকিব খান ও জয়া আহসান। দেশ টিভিতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। 'আনতারা' নাটকে তারিন ও ইন্তেখাব দিনার। চ্যানেল নাইনে আজ রাত ৮টায় প্রচার হবে এটি। লিখেছেন ইফফাত আরেফিন মাহমুদ তন্বী, পরিচালনায় ফাহমিদা ইরফান। এতে আরও অভিনয় করেছেন নাঈম। 'টি ব্রেক' অনুষ্ঠানে মডেল-অভিনেত্রী মেহজাবিন। এশিয়ান টিভিতে আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে এটি। উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস বৃষ্টি।