ক্রিকেটে কতটা সফল তিনি তা হয়তো অনেকেরই জানা। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি সফল হতে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। মেলবোর্নে একটি অনুষ্ঠানে এসে সম্প্রতি বলিউডে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এ স্পিন কিং। পিটিআই'র বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ফিল্মিবিট জানায়, ব্যাটে বলে মিলে গেলে হয়তো এ বছরের শেষ দিকেই বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে শেন ওয়ার্নকে।
এ প্রসঙ্গে ৪৫ বছর বয়সী এ ক্রিকেট তারকা বলেন, 'আমি একটি প্রস্তাব পেয়েছি। বলিউডের একজন আমার জন্য কিছু একটা তৈরি করেছেন। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনো কিছু জানাচ্ছি না।' এ বছর জমজমাট ক্রিকেট সেশন শেষ হয়ে গেলে আগামী বছর তিনি এ বিষয়ে ভাববেন বলে জানা গেছে।
অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকাদের বলিউড অভিষেক এই প্রথম নয়। ‘আনইন্ডিয়ান’ মুভিতে নায়ক চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে শিরোনাম হয়েছেন ব্রেট লি। অনুপম শর্মার পরিচালনায় এতে ব্রেট লির বিপরীতে অভিনয় করেছেন ‘শ্যাডোজ অব টাইম’ খ্যাত তানিষ্ঠা চ্যাটার্জি।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ