মানুষের জীবনে ভালবাসা খুবই সহজাত বিষয়। যা প্রকাশের জন্য কোন দিনক্ষন থাকে না। তবু ভালবাসা দিবসে এর প্রকাশটা যেন বিশেষ কিছু হতেই হবে। আর সেই দিন যদি কেউ ভালবাসাহীন থাকে বিশেষ করে তারকা কেউ তাহলে হয়তো অনেকেই ধাক্কা খাবেন। আর এই ভালবাসা দিবসে খুব কষ্টে আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ।
জ্যাকুলিন জানান, আমি একা, ভীষণ একা। এতোটাই একা যে, প্রচণ্ড বিরক্ত লাগছে। একসময় ভাবতাম সিঙ্গেল থাকা খুব ভালো। কিন্তু এখন মনে হচ্ছে সেটা ঠিক নয়। কারণ একঘেয়েমির চরম খারাপ অবস্থায় আছি। বর্তমানে জ্যাকুলিন তার অভিনীত ‘রয়’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তাঁর নিজেকে সিঙ্গেল দাবি করা নিয়েও গুঞ্জন উঠেছে। বলিউড পাড়ায় অনেকেই বলাবলি করছেন জ্যাকুলিন যতোই নিজেকে সিঙ্গেল বলুক না কেন, সালমান খানের সাথে তার যে প্রেম চলছে তা দিনের আলোর মতোই সত্য। সালমান বলেন, একজন অভিনেত্রী আছেন যাকে আমি খুবই পছন্দ করি, তিনি হলেন জিনাত আমান। জ্যাকুলিন হলেন এমন একজন যিনি জিনাতের জায়গা নিতে পারবেন। ভারতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যম বলেছে, সালমান মনে করেন জ্যাকুলিনের এমন একটি গুণ রয়েছে, যা অধিকাংশ অভিনেত্রীর মধ্যেই অনুপস্থিত।
২০০৯ সাল থেকে শুরু হয়েছে জ্যাকুলিনের বলিউডি ক্যারিয়ার। তবে এখনও ঠিকমতো হিন্দি বলা শিখে উঠতে পারেননি তিনি। ‘কিক’এর সেটে শুটিংয়ের ফাঁকে প্রায়ই তাকে হিন্দি শিখিয়েছেন সালমান। টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ইং/ রোকেয়া।